আন্তর্জাতিক ডেস্ক : মরুরদেশ হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির কথা শুনলেই মনে ভেসে উঠে ধু ধু মরুভূমি আর তার মধ্যে দিয়ে সারিবদ্ধভাবে হেঁটে চলা উটের ছবি।
কিন্তু এই চিরচেনা ছবিটিই সম্প্রতি বদলে গিয়েছিল সৌদি আরবের মধ্য এবং উত্তর-পশ্চিম অঞ্চলের তুষারপাতের ঘটনায়।
মধ্য অক্টোবর সাধারণত দেশটির বর্ষাকাল। এ বছর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে দেশটিতে। কিন্তু সম্প্রতি হঠাৎ দেশটির কিছু অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং বরফ পড়া শুরু হয়। এর মধ্যে রয়েছে মধ্যভাগের শাখরা শহর এবং উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক শহরে পাতলা তুষারপাতের বরফের প্রলেপ দেখা যায়। সৌদি আরবের আল-জওয়াফ অঞ্চলের তাবারজাল শহরের তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রী এবং উত্তর অঞ্চলে আল কুরাত শহরে মাইনাস ১ ডিগ্রি রেকর্ড করা হয়।
তবে মরুভূমিতে হঠাৎ তুষারপাতের বিষয়টি বেশ উপভোগ করেছেন স্থানীয়রা। তারা তুষারপাতের বরফ নিয়ে বিভিন্ন খেলায় মেতে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলোর ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। এদিকে বিষয়টিকে জলবায়ুর পরিবর্তনের কারণ হিসেবে মনে করা হচ্ছে- এবং জনসাধারণকে সতর্ক থাকার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।