কুষ্টিয়া প্রতিনিধি : নৌকাডুবিতে নিজে বাঁচতে না পারলেও তার তিন বছরের সন্তানটিকে জীবিতই বুকে আগলে রেখেছিলেন এক মা। ঘটনাটি কুষ্টিয়ার দৌলতপুরের।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুরের পদ্মার মোহনায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ নৌকার যাত্রী ছিলেন পদ্মার চর এলাকা লালপুরের প্রবাসী জামিল হোসেনের স্ত্রী তানজিলা ও তার তিন বছরের সন্তান।
পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল পদ্মায় অভিযান চালিয়ে রাত ৯টার দিকে মায়ের লাশ উদ্ধার করে। এ সময় তারা মৃত মায়ের বুকে সন্তানটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোহাম্মদ ফরিদ আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় লোকজন মৃত মায়ের বুকে ছোট শিশুর এই বেঁচে থাকাকে আল্লাহর কুদরত বলে মনে করছেন। পাশাপাশি নিজে মরে যাওয়ার পরও সন্তানকে বাঁচিয়ে রাখার ঘটনাকে মায়ের গভীর মমতা হিসেবেই বর্ণনা করছেন।