
বিনোদন ডেস্কঃ বাংলাদেশের এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী প্রীতম হাসান। গত কয়েক বছর ধরেই গানে একের পর এক নতুনত্ব এনে ভক্ত-শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন তিনি। এবারও আবার চমক নিয়র হাজির হয়েছেন সবার মাঝে। প্রায় এক বছর পর নিজের সৃষ্টির গান নিয়ে ভক্তদের আনন্দ দিলেন কন্ঠশিল্পী।
এর আগেও গানে নতুনত্ব এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এছাড়াও এক সময়ের কিংবদন্তি জনপ্রিয় কন্ঠশিল্পী খালিদ হাসান মিলুর সুপুত্র তিনি। বাবার মতই গান দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রীতম প্রকাশ করেছেন ‘মরে যাক’ শিরোনামের গানটি। যেখানে বেশ অভিনব গল্প তুলে ধরেছেন। আছে প্রেম, আছে ব্যর্থতা ও প্রতিশোধ। ডার্ক থিমের গান-গল্পটি গায়কের ভক্তরা বেশ পছন্দ করেছেন।
গানটির দুটি লাইনে প্রীতমের সঙ্গে ফ্রেঞ্চ ভাষায় কণ্ঠ দিয়েছেন ফ্রান্সের তরুণী নাটালিয়া। যার সঙ্গে প্রীতম যুক্ত হন এক আন্তর্জাতিক সংগীত পরিচালকের মাধ্যমে।
মাস দেড়েক আগে বিএফডিসিতে করা হয়েছে গানটির ভিডিওর শুটিং। যেখানে মডেল হিসেবেও অংশ নিয়েছেন গায়ক প্রীতম হাসান। তার সঙ্গে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী ইসরাত সাবরিন।
সংবাদমাধ্যমকে প্রীতম জানান, বন্ধুদের প্রেম নিয়ে অনেক স্মরণীয় স্মৃতি জমা আছে তার কাছে। সেখান থেকে এসেছে ‘মরে যাক’।
তিনি আরো বলেন, ‘বন্ধুদের প্রেম নিয়ে অনেক গল্প শুনেছি। সবারই কিছু বিষাক্ত ভালোবাসা থাকে। কেউ কেউ আবার ভালোবাসার প্রতিদান ছোট করে দেখায়। সেই বিষাক্ত ভালোবাসার পরিণতি দেখা যাবে এই ‘মরে যাক’ গানটিতে। এখানে ভুল–বোঝাবুঝি, ইমোশনের মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। আর সেভাবেই সাজানো হয়েছে ভিডিওর গল্প’।
এই ভিডিও এডিট করতে ১৫ দিন সময় লেগেছে। আর এডিটিংয়ের সেই কাজটি করেছেন দুজন- আফফান আজিজ প্রীতুল ও নাভিদ জাভেদ’।
প্রকাশের ২২ ঘণ্টার মধ্যে ‘মরে যাক’ দেখেছেন ১ লাখ ৯৯ হাজারের বেশি দর্শক।