মশার উপদ্রবে অতিষ্ঠ টঙ্গী

রবিউল ইসলাম ও আবু ছালেহ মুছা বাবু, টঙ্গী : মনোরম তো নয়ই। ফাগুন মানে এখন ফালগুন এবং আগুনের সমাহার। দিনেরবেলা চড়া রোদের বিরাশি সিক্কার থাপ্পড়। আর রাতে মৃদুমন্দ মলয় বাতাস। অবাঞ্ছিত অতিথিদের আগমনের এক্কেবারে মোক্ষম সময়। দরজা জানলা খোলা থাকলেই হল। সন্ধে নামলেই পিলপিলিয়ে ঢুকছে তারা। কানের কাছে গান ফ্রি। আর হুল ফোটালে তো কথাই নেই। নিপুণ কায়দায় শরীরে ঢুকিয়ে দিচ্ছে ডেঞ্জারাস সব রোগ। রাতে ঘুমানোর সময় টের পাওয়া যায় খুব ভালো করে মশা কি জিনিস। সাধারণত আমরা মশার তাড়ানোর জন্য যে স্প্রে, কয়েল ব্যবহার করে থাকি এতে আমাদের অতি সহজে শ্বাস কষ্টের সমস্যা দেখা দেয়। গাজীপুরের টঙ্গী বিভিন্ন এলাকায় মশার উপদ্রব প্রচন্ড বেড়ে গেছে। মশার উপদ্রব থেকে বাঁচতে টঙ্গীর অনেক এলাকায় দিনের বেলায়ও মশারি খাটাতে হচ্ছে।
মশার কামড়ের কারনে ডেঙ্গু। দারুণ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে ও হাড়ের সংযোগস্থলে ব্যথা। বমি বমি ভাব। ম্যালেরিয়া। পি ফ্যালসিফেরাম সবচেয়ে প্রাণঘাতী। মৃত্যু পর্যন্ত হতে পারে। এনসেফেলাইটিস। সংক্রমণের পর রোগটি কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমে ঢুকে পড়ে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডে বাসা বাঁধে মৃত্যু হতে পারে। চিকুনগুনিয়া, এডিস ইজিপটাই মশার আক্রমণে এই রোগটি হয়। মাথাব্যথা, জ্বর, উদ্যমহীনতা, বমিভাব, মাংসপেশিতে ব্যথা ও অস্থিসন্ধিতে ব্যথা। লিমফেটিক ফাইলেরিয়াসিস মারাত্মক ইনফেকশন। মানুষের পা স্বাভাবিকের তুলনায় অনেকগুণ ভারী হয়ে যায়।
মশা মারতে আপনি তো আর বাড়িতে কামান দাগতে পারেন না। অগত্যা মশা মারার কয়েল। সেই কয়েল ব্যবহার করে মশা মারতে গিয়ে ডেকে আনছেন নিজের মৃত্যু। শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসের সমস্যা। ফুসফুসের ক্যানসারের সম্ভাবনা ৪০ শতাংশ বাড়িয়ে দেয়। কয়েলের সূক্ষ্ম গুঁড়ো শ্বাসনালি এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয় বিষাক্ত সমক্রমণ। দীর্ঘদিন ব্যবহারে চোখের ভয়ানক ক্ষতি হয় মানুষের শরীরে স্লো পয়জনিং করে। হার্টের সমস্যা দেখা দেয়। প্রায় সমস্ত মশার কয়েলেই থাকে অ্যালেট্রিন। এটি মস্তিষ্ক ও রক্তের ভেদ্যতা বাড়িয়ে দেয়। কয়েলের ধোঁয়া শিশুদের জন্য আরও বেশি বিপজ্জনক বলে দাবি বিশেষজ্ঞদের।
অতিষ্ঠ মানুষ: টঙ্গীর বিভিন্ন এলাকায় দিনের বেলায় মশারির ব্যবহার প্রায় ছিলই না। কিন্তু এখন যেসব বাড়িতে শিশু রয়েছে, মায়েরা দিনের বেলায়ও মশারি খাটাতে বাধ্য হচ্ছেন। স¤্রতি ৪৮ নং ওয়ার্ডের এক বাসিন্দা তার ৩ বছরের এক শিশুকে নিয়ে উদ্বিগ্ন মা সন্ধ্যায় ফার্মেসিতে আসেন ডাক্তার দেখাতে। টঙ্গী কলেজগেট এলাকার পাশের এক ফার্মেসিতে বসা চিকিৎসক বলেন, অল্প সময়ে অনেক রোগী বা তাঁদের লোক আসছেন, যাঁরা মশার কামড়ে ভয় পাচ্ছেন। এর কারণও আছে, এলাকায় মশাবাহিত রোগ আসলেই বেড়ে গেছে। গাজীপুর সিটি করপোরেশন দাবি করছে, পর্যাপ্ত ওষুধ ছিটানো হচ্ছে। টঙ্গীবাসির প্রশ্ন, তাহলে মশার জ্বালায় তাঁরা অতিষ্ঠ কেন?
টঙ্গী বিভিন্ন এলাকারবাসির সঙ্গে কথা বলে জানা যায়, যখন পৌরসভা ছিলো তখন দেখতাম মাঝে মাঝে মশার ওষধ ছিটানো হতো। এখন সিটি কর্পোরেশন হওয়ার পর বাস্তবেতো দুরের কথা সপ্নেও দেখিনা মশার ওষধ কি জিনিস?
গাসিক স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ভরা মৌসুমে মশা থাকবেই। আমরাও পর্যাপ্ত ওষুধ ছিটিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে নালা-নর্দমায় মশার প্রজনন বেশি হচ্ছে। পরিষ্কার করার পরও আবার গাছের পাতা বা অন্য আবর্জনা জমে যাচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে এলাকা বিশেষে কিছু বৈষম্য রয়েছে। দত্তপাড়া, আউচপাড়া, গাজীপুরা, টঙ্গী বাজার, কলেজ গেট ও এরশাদ নগর এলাকারসহ  টঙ্গীর বিভিন্ন  ওয়ার্ডের নালা-নর্দমা ও ওপরের আবর্জনা পরিমাণে বেশি এবং নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না।
এব্যপারে গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারি প্রধান বর্জ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের বয়স খুবই কম। তাই এখনও সিটি কর্পোরেশনে মশা নিধক কর্মসুচি চালু হয়নি। । এখানে মাত্র দুটি ফগার মেশিন রয়েছে। ইজতেমার সময় ঢাকা সিটি কর্পোরেশন থেকে ফগার মেশিন এনে ব্যবহার করতে হয়। তিনি আরো জানান, গাজীপুরে কোন ভি আই পির আগমনে ফগার মেশিন ব্যবহার করা হয়। সিটি করপোরেশনেই মশা মারার কাজে প্রয়োজনের তুলনায় লোকবল কম। মশা নিধকের জন্য কর্মসুচির কর্যাক্রম চলছে।