
বিনোদন ডেস্কঃ নবাব পরিবারের মেয়ে বলিউড অভিনেত্রী সারা আলী খান। মুসলিম পরিবারে জন্মগ্রহন করেও সকল ধর্মের প্রতি সমানভাবে সম্মান প্রদর্শন করতে দেখা যায় এ অভিনেত্রীকে। সম্প্রতি মসজিদে গিয়ে নামাজ পড়ে আলোচনায় আসেন সারা।
এর আগে, কিছুদিন আগেই পূজা করে নেটিজনদের তুমুল সমালোচনার মুখে পড়েন নায়িকা। প্রশ্ন উঠেছিলো, নবাব পরিবারের মেয়ে হয়ে কীভাবে পূজা করেন সাইফ আলি খানের কন্যা? প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সেই প্রশ্নকে কানে তোলেন নি অভিনেত্রী তাইতো এবার কাশ্মীরে ঘুরতে গিয়ে মসজিদে নামাজ পড়লেন এই অভিনেত্রী।
নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেছেন। তবে নামাজই শেষ নয়, নামাজের পরের ছবিতেই দেখা যায় কাশ্মীরের মন্দিরেও ঘুরছেন সারা। মন্দিরে গিয়ে করজোড়ে প্রণাম করেছেন। মাথায় কাপড় দিয়ে দরগাতেও হাঁটু গেড়ে বসে মাথা ঠেকিয়েছেন তিনি। এছাড়া প্রার্থনা করেছেন গির্জাতে। সে ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
এসব ছবি শেয়ার করে সারা লিখেছেন, ‘আমার ভারত মহান। যদি পৃথিবীতে স্বর্গ থাকে, এটা এই। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা।’ এই পোস্টেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। উল্লেখ্য, সামনে তাকে ‘আতরাঙ্গি রে’, ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও দিনেশ ভাইজানের ম্যাডক্স ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে।