
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক লোকজন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, জোটের বিমান হামলায় কমপক্ষে ২০০ লোক নিহত হয়েছে, যা ‘ভয়াবহ জীবন ক্ষয়।’ শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরাকের মসুল এলাকাটি দখল করে রেখেছে চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেট। এলাকাটি পুনরুদ্ধারে ইরাকি বাহিনীকে বিমান হামলার মাধ্যমে সহযোগিতা করছে মার্কিন নেতৃত্বাধীন জোট। ইরাকে আইএসের এটাই শেষ ও শক্তিশালী ঘাঁটি। তবে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া লড়াইয়ে আইএসকে মসুলে কোনঠাসা করে ফেলতে সক্ষম হয়েছে ইরাকি বাহিনী।
বেসামরিক লোক হতাহতের ঘটনাগুলো ঠিক কবে ঘটেছে তা সঠিকভাবে জানা যায় নি। তবে মসুলের পশ্চিমে জাদিদিহ এলাকা থেকে সাংবাদিকরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, তারা শুক্রবার একটি ভবন থেকে ৫০টি মৃতদেহ টেনে বের করতে দেখেছেন। চলতি মাসের প্রথমদিকে সেখানে বিমান হামলা চালানো হয়েছিল।
মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ১৭ থেকে ২৩ মার্চ জোটের বিমান হামলায় বেসামরিক লোক নিহতের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল জোসেপ স্ক্রোকা বলেছেন, ‘এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বেসামরিক লোক নিহতের সত্যতা যাচাই শুরু হয়েছে। বিশেষ করে হামলার সঠিক তারিখ নিয়ে যেখানে প্রশ্ন আছে সেখানে এই প্রক্রিয়াটি শেষ করতে সময় প্রয়োজন।’