মহাকাশে উড়ন্ত পিঁপড়ার বিশাল ঝাঁক!

যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে মহাকাশ থেকে উড়ন্ত পিঁপড়ার বিশাল এক ঝাঁক দেখা গেছে। দেশটির আবহাওয়া অফিস জানায়, পিঁপড়ার এ সমাবেশ অন্তত ৫০ মাইল দীর্ঘ হয়। যার অবস্থান ছিল কেন্ট ও সাসেক্স কাউন্টির আকাশ জুড়ে।
লন্ডনের আকাশেও ছোট একটি ঝাঁক দেখা গেছে। আবহাওয়া অফিসের একটি ভিডিও টুইটে বলা হয়, রাডারে দক্ষিণপূর্বাঞ্চলজুড়ে উড়ন্ত পিঁপড়ার ওই ঝাঁক ধরা পড়ে।

শরতকালের গরম, আদ্র এবং বাতাসহীন দিনে ব্যাপকভাবে পিঁপড়ার সমাবেশ ঘটতে দেখা যায়। এসময় ফ্লাইং অ্যান্ট ডে হয়ে থাকে।

আবহাওয়া অফিসের এক মুখপাত্র জানান, ওই ঝাঁকে কয়েক হাজার পিঁপড়া ছিল। বিষয়টিকে অস্বাভাবিক নয় বলে জানান তিনি। বলেন, ঠিক একইরকম ঘটনা গেলো বছরে ফ্লাইং অ্যান্ট ডে’তেও একবার হয়েছে।

ফ্লাইং অ্যান্ট ডে’তে, রানী পিপড়া তার সঙ্গীর সঙ্গে মিলনের জন্য বাসা ছেড়ে বাইরে যায়। ওইদিন, অসংখ্য পিঁপড়া সমাবেশ করে।

ব্রিটিশ রয়্যাল বায়োলজি সোসাইটি জানায়, সবসময় একইদিনে ফ্লাইং অ্যান্ড ডে হয় না। তবে জুন এবং সেপ্টেম্বরের অধিকাংশ সময়ে কীটপতঙ্গের এ ধরনের সমাবেশ হয়।

উড়ন্ত পিঁপড়া সম্পর্কে ১০টি তথ্য

* উড়ন্ত পিঁপড়া ডানাযুক্ত সাধারণ পিঁপড়া। সচরাচর যে পিঁপড়াগুলোকে আশপাশের বাগানসহ বিভিন্ন জায়গায় খাবার জন্য দৌড়াতে দেখা যায়। কিন্তু গ্রীষ্মকালে পুরুষ ও নতুন রানী পিঁপড়া উড়ে বেড়ায়।

* রানী যাতে বিভিন্ন উপনিবেশের পুরুষ পিঁপড়ার সঙ্গে মিলিত হতে পারে এজন্য অনেক পিঁপড়া এদিন উড়ে বেড়ায়। রানী বিভিন্ন উপনিবেশের পিঁপড়ার সঙ্গে মিলিত হয় এবং নতুন উপনিবেশ গড়ে তুলে।

* পরিবেশ অনুকূলে থাকলেই কেবল এমনটি হয়। জুলাই এবং আগস্টের আদ্র ও গরম আবহাওয়া উড়ে বেড়ানোর উপযুক্ত সময়।

* একই সময়ে বহু পিঁপড়া একই জায়গায় সমাবেশ ঘটায়। একে ফ্লাই অ্যান্ট ডে নামে ডাকা হয়। এ দৃশ্য একইসঙ্গে বিভিন্ন স্থানে এটি দেখা যেতে পারে।

* পিঁপড়াগুলি এত বড় সংখ্যায় উপস্থিত হওয়ার কারণ হল এটি শিকারিদের হাত থেকে তাদের রক্ষা করতে সহায়তা করে। এছাড়া সঙ্গী খোঁজার জন্য এটি অনেক ভাল সুযোগ।

* এই উড়ন্ত পিঁপড়া বিরক্তিকর হতে পারে। কিন্তু ক্ষতি করে না। এছাড়াও তারা ক্ষুধার্ত পাখিদের জন্য প্রচুর অতিরিক্ত খাদ্য সরবরাহ করে।

* ২০১৮ সালে, উড়ন্ত পিঁপড়াগুলি উইম্বলডনে কোর্টে হানা দিয়েছিল। টেনিস খেলোয়াড়কে বিভ্রান্ত করেছিল। এবং বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়।

* কিছু ডানাযুক্ত পিঁপড়া অন্যদের চেয়ে অনেক বড়। বড়গুলি হল রানী। এগুলির দৈর্ঘ্য ১৫ মিমি পর্যন্ত হয়ে থাকে।

* মিলনের পরে রানীরা তাদের ডানাগুলি চিবিয়ে খায়।

* ফ্লাইং অ্যান্ডকে আলাটস বলে। আলাটস ডানাসহ বিভিন্ন পোকামাকড়কে বলা হয়।