নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর আমতলী রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (২৮) নিহত হয়েছেন।
রোববরা বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে প্যান্ট ও নীল গেঞ্জি ছিল।
লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করার পর সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা জিআরপি থানার উপ-পরিদর্শক রাশেদ রানা বলেন, ওই যুবক বেলা ১২টার দিকে মহাখালীর আমতলি ক্রসিংয়ের পাশে রেল লাইনে অন্যমনস্ক হয়ে বসে ছিলেন। এ সময় তিনি ট্রেনের নিচে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


