মহাখালীতে ভবনে অগ্নিকাণ্ড; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালীতে আমতলী এলাকায় রয়েল ফিলিং স্টেশনের পাশে একটি ৯ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

রোববার (১৫ মার্চ) দুপুর ২টা ৫২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বেলা ২টা ৫২ মিনিটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের খবরের ভিত্তিতে একটি টহল গাড়িসহ মোট ৬টি ইউনিট আগুন নির্বাপণের জন্য পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।