মহাখালীর কড়াইল বস্তিতে আবারো অগ্নিকাণ্ড ঘটেছে

নিজস্ব প্রতিবেদক : আগুনে বস্তির বেশ কিছু ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার ভোর ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, কড়াইল বস্তিতে ভোর ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গুলশান লেকের দুই তীরে দেড়শ একরের বেশি জমির এই বস্তিতে কয়েক লাখ লোকের বসবাস।

এর আগে গত বছরের ১৫ মার্চ রাতে ২০১৬ সালে ৪ ডিসেম্বর, তার আগে ১৪ মার্চ দুই দফা অগ্নিকাণ্ডে এ বস্তির কয়েকশ ঘর পুড়ে যায়।

ঢাকার অভিজাত এলাকা গুলশান, বনানীতে গড়ে ওঠা এই বস্তি পোশাক শ্রমিক, রিকশাচালকসহ ঢাকার নিম্ন আয়ের বহু মানুষের ঠিকানা। জমির মূল মালিক বিটিসিএল।