
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
রোববার দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, আগুনের সূত্রপাত ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
মহাখালীতে স্বাস্থ্য বিভাগের জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা ওই বস্তিতে প্রায় সাতশ’ ঘরে কয়েক হাজার মানুষের বসবাস। আগুনে সহায়-সম্বল হারিয়ে তাদের অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এর আগে গত ৪ ডিসেম্বর সাততলা বস্তির দুই কিলোমিটারের মধ্যে থাকা মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে কয়েকশ’ ঘর পুড়ে যায়।