মহাখালী রেলগেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে রেলগেটের আনুমানিক ২০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুর জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা জানান, সিলেট থেকে কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।