‘মহান এ নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে’

বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

দেশব্যাপী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শুধু সাধারণ মানুষই নয়, শোবিজ অঙ্গনের সেলেবরাও শোক প্রকাশ করেছেন। এই তালিকায় আছেন বেবী নাজনী‌নও।

তিনি মন্তব্য করেছেন, বেগম খালেদা জিয়ার মত মহান নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে । শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যে কষ্ট দেয়া হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, এর বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন। তিনি দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, রাজনীতির ইতিহাসে সেটা নজিরবিহীন।

তার মৃত্যুর খবরে আজ বাকরুদ্ধ হয়ে গেছে মানুষ, বাকরুদ্ধ হয়ে গেছে সারাদেশ। মহান আল্লাহ তাকে বেহেস্ত নসিব করবেন ইন শা আল্লাহ।

মহান আল্লাহ জিয়া পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুণ, এই মুহূর্তে আমি এই দোয়াই করি।

তার এই অন্তিম যাত্রায় তিনি যেমন মানুষের দোয়া নিয়ে গেছেন, তেমনি দেশের মানুষের জন্য রেখে গেছেন আশীর্বাদ; যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মানুষের গণতান্ত্রিক শক্তি হয়ে কাজ করবে। তার উত্তরসূরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই শক্তির মাধ্যমেই নতুন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে এগিয়ে যাবেন।