মহান মে দিবসে বিজিএমইএ এর সভাপতির বানী

১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধারাসহ আপামর জনগন যুদ্ধে ঝাপিয়ে পরে এদেশ স্বাধীন করেছিল। বঙ্গবন্ধুর সুখী ও সম্মৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা আজ বহুদূরে এসেছি। বিশ্ববাসীর চোখে বাংলাদেশ আজ এক অভূতপূর্ব বিস্ময়। অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র বিমোচন ও সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ যে অসামান্য সাফল্য অর্জন করছে তা বিশ্বে বাংলাদেশকে একটি রোল মডেলে পরিনত করছে। আর এ অর্জনে আমাদের শ্রমিক ভাই বোনদের রয়েছে অসামান্য অবদান। বিশেষ করে তৈরি পোষাক শিল্পের শ্রমিক ভাই বোন গত তিন দশকের অধীক সময় ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অনবদ্য অবদান রেখে চলেছেন। ৪০ লক্ষ শ্রমিকের হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের গর্বের পোশাক শিল্প, এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ।

মহান মে দিবসে সেইসব শ্রমিক ভাই-বোনদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।

মোঃ সিদ্দিকুর রহমান
সভাপতি, বিজিএমইএ