মহান মে দিবস মেহনতি মানুষের বিজয়ের ন্যায্য অধিকার আদায়ে অনুপ্রেরণার দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, মহান মে দিবস মেহনতি মানুষের বিজয়ের, আনন্দ ও সংহতি প্রকাশের এবং ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণার দিন। একইসঙ্গে দিনটি বেদনাময় স্মৃতির কথাও স্মরণ করিয়ে দেয়।

মহান মে দিবস উপলক্ষে রোববার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।

বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের সঙ্গে ঐক্য ও সংহতি প্রকাশ করে তিনি দেশের সব মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রওশন এরশাদ বলেন, মে দিবসের শতাধিক বছরের ইতিহাসে শ্রমিকদের স্বার্থরক্ষার আন্দোলন অনেক চড়াই-উতরাই পেরিয়েছে। উন্নত অনেক দেশেই আজ শ্রমিক স্বার্থের বিষয়টি যথেষ্ট সুরক্ষা পেয়েছে। আন্তর্জাতিকভাবে আইএলও কনভেনশনসহ শ্রমিকদের অধিকার নিয়ে স্বীকৃত অনেক ব্যবস্থা গৃহীত হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো অনেক দেশেই এখনো শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়টি কাঙ্খিত মানে পৌঁছায়নি।

বিরোধীদলীয় নেতার প্রত্যাশা- দেশের সব শ্রমিকের ন্যায্য অধিকার প্রদানে সরকার, মালিক, বিনিয়োগকারীসহ সব পক্ষ আন্তরিক হবে। ফলে সমাজে শ্রেণি বৈষম্য দূর হয়ে আমাদের সমাজ শান্তিপূর্ণ উন্নত সমাজ হিসেবে গড়ে উঠবে।