মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু পঞ্চম রাষ্ট্রীয় সফর পাবনাতে

আসাদুজ্জামান বিকাশ: দুইদিনের রাষ্ট্রীয় সংক্ষিপ্ত ও ব্যক্তিগত সফরে নিজ জেলা পাবনায় শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে‌ পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান।

এসময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।

সার্কিট হাউজে ২২ তম রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ সম্মান জানানো হয়।

উল্লেখ্য যে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন  বিএনপি চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

পাবনা প্রেসক্লাবের সদস্য (মহামান্য রাষ্ট্রপতি) কে সার্কিট হাউসে রিসিভ করেন পাবনা জেলা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,  সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান সহ পাবনা প্রেসক্লাব সদস্যবৃন্দরা।

রাষ্ট্রপতির সফরসুচিতে আছে পাবনা আরিফপুর গোরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত, শহরের পাথরতলা (পুরাতন চারতলা মোড়) তার শশুরবাড়িতে আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময়, পাবনা সার্কিট হাউজে রাত্রিযাপন। রবিবার সকালে রাষ্ট্রপতি গার্ড অব অনার শেষে  ঢাকা বঙ্গভবনের উদ্দেশ্যে হেলিকপ্টারে যাত্রা করবেন।