মহালছড়ি উপজেলায় বাজারে আগুন লেগে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাজারে আগুন লেগে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টা পর রাত ১টার দিকে খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১২টায় মহালছড়ি বাজারে আগুন লাগে। মহালছড়িতে ফায়ার সার্ভিসের স্থায়ী কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস আসতে এক ঘণ্টার মতো সময় লাগে। এতে ২০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ছাড়া আশপাশের আরো ১০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে মহালছড়ি সেনা জোন ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহালছড়ি বাজারের আনোয়ার নামে এক ব্যবসায়ী জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাপড়, ফার্মেসি, ফার্নিচার, বেকারি, মোবাইলের দোকান ও সেলুন আছে। দোকানগুলোর পেছনে কয়েকটি বসতবাড়িও আছে। প্রাথমিক পর্যায়ে কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে।