সচিবালয় প্রতিবেদক :
স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকারি বিধি-নিষেধ থাকার পরও প্রভাবশালীদের সহায়তায় মহাসড়কে বিভিন্ন নামে অবৈধ যানবাহন চলছে। এ কাজে বেশকিছু জনপ্রতিনিধি, রাজনীতিক ও শ্রমিক সংগঠন সহায়তা করছে। ফলে প্রায়ই মহাসড়কে জানমালের ক্ষতি হচ্ছে।
রাজধানীর রমনা আইইবি মিলনায়তনে মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এক সভায় সংগঠনটির সভাপতি হিসেবে তিনি এসব কথা বলেন।
রাঙ্গাঁ বলেন, সড়ক পরিবহন মালিকদেরকে গাড়ির ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট ঠিক থাকতে হবে। তাহলে পরিবহন ব্যবসা জনবান্ধব হবে। এতে যেমনি দুর্ঘটনা কমবে তেমনি পরিবহন খাত বিকাশমান শিল্পে রূপান্তরিত হবে।’
তিনি মালিক-শ্রমিকদের সম্মিলিতভাবে সড়ক নিরাপত্তা বিঘ্নিতকারীদের প্রতিহত করার আহ্বান জানান।
সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর পরিচালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আলী আকবর, রুস্তম আলী খান, মো. গোলাম নবী, হাসান ইমাম, আহসান উল্লাহ চৌধুরী, গোলাম রসুল বাবুল প্রমুখ।
সভায় পরিবহন খাতে হয়রানিমূলক চাঁদাবাজি বন্ধ, মালবাহী গাড়ির জন্য সঠিকমানের ওয়েট স্কেল মেশিন প্রতিস্থাপন ও যানজট নিরসনসহ নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সার্বিক সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।