
আন্তর্জাতিক ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ক্রমাগত বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ব্রাজিলের প্রতিটি হাসপাতাল এখন রোগী দিয়ে ঠাঁসা, প্রতিটি হাসপাতালে উপচে পড়া ভিড় করোনা রোগীদের। ব্রাজিলে মোট ২৭টি প্রদেশের মধ্যে ২৫টি প্রদেশের হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এর ভর্তি রোগীদের মধ্যে ৮০ শতাংশের বেশি করোনা রোগী।
ব্রাজিলের রিও ডি জেনিরোভিত্তিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা ফিওক্রুজ সম্প্রতি দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া, প্রধান দুই শহর রিও ডি জেনেরিও ও সাও পাওলোসহ ১৫ টি রাজ্যের প্রাদেশিক রাজধানীর হাসপাতালগুলোর আইসিইউতে ভর্তি রোগীদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি করোনায় আক্রান্ত রোগী আছেন। অতিমাত্রায় কোভিড রোগীদের উপস্থিতির কারণে আর রোগী ভর্তি নেওয়ার মতো অবস্থা নেই দেশের অপর দুই শহর পোর্তো আলেগ্রে এবং ক্যাম্পো গ্রান্ডের হাসপাতালগুলোতে।
সংক্রমণের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে খুব দ্রুত ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে’ বলে সতর্কবার্তা দিয়েছে ফিওক্রুজ। ফরাসি বার্তাসংস্থা এএফপি নিউজকে ফিওক্রুজের মহামারিবিদ জেসাম ওরেলানা বলেন, ‘করোনার সংক্রমণ রুখতে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন ছিল, ২০২০ সালে সেগুলো যথাযথভাবে নেওয়া হয়নি।’
‘আর এখন দেশ সংক্রমণের যে পর্যায় পার করছে, তাতে চলতি বছরের প্রথম ছয়মাস অতিক্রান্ত হওয়ার আগ পর্যন্ত এ থেকে উত্তরণের কোনও সম্ভাবনা নেই।’
উদ্ভূত এই পরিস্থিতির জন্য দেশের স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি বলেন, ‘একটি দেশের স্বাস্থ্য বিভাগ ব্যবস্থাপনাগত দিক থেকে কতোখানি অদক্ষ হতে পারে—সে বিষয়ে কেউ যদি গবেষণা করতে চান, সেক্ষেত্রে ব্রাজিল হবে তার জন্য আদর্শ জায়গা। বর্তমানে এখানে যে অবস্থা, তাতে অলৌকিক কোনো সমাধানের জন্য প্রার্থনা করা ছাড়া আপাতত আমাদের আর কিছু করার নেই।’
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়ার পরের বছর ২০২০ সালের ফেব্রুয়ারি নাগাদ বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শুরু থেকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ব্রাজিলে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ, আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ কোটি ১০ লাখেরও বেশি। ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, করোনায় মৃত্যুর দিক থেকে দ্বিতীয় এবং আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
গত মঙ্গলবারই দেশজুড়ে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার, যা গত সপ্তাহের তুলনায় ৩৮ শতাংশ বেশি। এইদিন এ রোগে মারা গেছেন ১ হাজার ৯৭২ জন রোগী। সম্প্রতি ব্রাজিলের মানাউস শহরে করোনার যে অতি উচ্চ সংক্রমণ ক্ষমতার ধরটি শনাক্ত হয়েছে, তার প্রভাবেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দেশটির চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
জানুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে ব্রাজিলে। দেশের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় ৮০ লাখ মানুষকে টিকার আওতায় আনা গেছে, যা মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ।
তবে ব্রাজিলে সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতি চললেও, তাতে দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে দৃশ্যত বিচলিত মনে হচ্ছে না। বরং গত সপ্তাহে এক ভাষণে তিনি দেশের জনগণকে করোনা পরিস্থিতি নিয়ে ‘ঘ্যানঘ্যানানি’ বন্ধের আহ্বান জানিয়েছেন।
ওই ভাষনে তিনি বলেন, ‘আর কতদিন আপনারা কাঁদবেন? আর কতদিন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে ঘরবন্দি হয়ে থাকবেন? এভাবে আর চলতে পারে না। যারা মারা গেছেন, তাদের জন্য আমাদের দুঃখ আছে, কিন্তু আমাদের সমাধান প্রয়োজন।’
ব্রাজিলের প্রাদেশিক গভর্নররা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লকডাউনসহ করোনা বিধিনিষেধ কড়াকড়ি করতে চাইছেন, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলসোনারো স্বয়ং। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, লকডাউন আরোপ করা হলে দেশের যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হবে, তার পরিমাণ সংক্রমণের ক্ষয়ক্ষতির তুলনায় কোনও অংশেই কম নয়।
সূত্র: বিবিসি