
মোস্তাক আহমদ: কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এর সুযোগ্য ও সুদক্ষ বীর কন্যা ইঞ্জিনিয়ার ইসমত আরা বেগম (ইসমু)।
মহেশখালী-কুতুবদিয়ার ঐতিহ্য ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে । কাজ করতে চান তার এলাকার গণমানুষের ভাগ্যোন্নয়নে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে এগিয়ে নিতে চান প্রিয় স্বদেশকে ।
ইঞ্জিনিয়ার ইসমত আরা বেগম (ইসমু) কেবল একটি নাম নয়, বাংলার নারী সমাজের অহংকার । তিনি কক্সবাজারের নারী নেত্রীত্বের অপার সম্ভাবনা এবং প্রকৃত রাজনীতিবীদ। যার রক্তে, শিরা উপশিরায় প্রবাহিত হয় বঙ্গবন্ধু ও বঙ্গকন্যা শেখ হাসিনার চেতনা। তাঁর জীবন বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাজনৈতিক আদর্শ ও রহস্যে কানায় কানায় পূর্ণ । নিজেকে উৎসর্গ করেছেন বঙ্গবন্ধুর দেখানো পথে। ধনী-গরিব ও সাদা কালো সব মানুষকে হৃদয় উজাড় করে ভালোবাসেন তার বাবার মতো। মানুষে মানুষে তিনি তফাৎ করেন না কোনদিন। তাঁর হৃদয় নামক গভীর সাগরে সহজেই ডুবে যাননি এমন মানুষের সংখ্যা বড়ই কম। তাই এলাকার মানুষের অন্তরে তিনি ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন। মহেশখালী কুতুদিয়ার স্থানীয় পর্যায়ে যোগ্য নারী নেত্বত্রের অভাব পূরণে ইসমত আরা বেগম (ইসমু) একক ও অদ্বিতীয়। তাঁর এলাকার মানুষ সময়ে অসময়ে ছুটে আসেন তার কাছে। সততা, নিষ্ঠা, শ্রম, কর্তব্যপরায়ণতা ও ন্যায়পরায়ণতা দিয়ে গণমানুষের দুঃসময়ে সব সময় সবার আগে পাশে থেকেছেন। তাই মহেশখালী-কুতুবদিয়াবাসির অত্যন্ত আস্থাবাজন তিনি। এলাকায় তাঁর জনপ্রিয়তা সবার শীর্ষে।
তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বিগত ৩০ বছর যাবত অত্যন্ত সফলতার সাথে নিজ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন এবং মহেশখালী কৃষক লীগের আহ্বায়ক ছিলেন। বর্তমানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। বাবার দেখানো পথে ও বঙ্গবন্ধুর আর্দশে তিন ভাই ও ইসমত আরা বেগম (ইসমু)’র ধ্যান, জ্ঞান ও নেশা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করা। দলের সকল কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময় নিরবে সয়েছেন দুঃসহ যন্ত্রনা, জেল, জুলুম ও অমানবিক অত্যাচার। তিনি দেশরত শেখ হাসিনা সততার নীতিতে বিশ্বাসীদের একজন। বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের হাতে তাঁর রাজনীতির হাতেখড়ি। হাজারো বাঁধা বিপত্তিকে অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
ইসমু ১৯৯০ সালে বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় রাজনীতি শুরু করেন, রাজনীতিতে সক্রিয় থেকে সংগঠনের সকল আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন, তিনি ১৯৯৯-২০০০ সাল পর্যন্ত ধলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগের মহিলা সম্পাদিকা হিসাবে দায়িত্ব পালন করেন, ২০০১-০৯ পর্যন্ত সাল মহেশখালী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন, ২০০০-০৯ পর্যন্ত মহেশখালী উপজেলা শাখার ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদিকা, পদে দায়িত্ব পালন করেন, ২০০৩-০৯ কক্সবাজার জেলা শাখার ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদিকা ছিলেন, ২০০৪-০৮ সাল পর্যন্ত আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ শাখায় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন, ২০০২ সালে কক্সবাজার দুস্থ মহিলা সহায়তা ছাত্রী এসোসিয়েশনের প্রতিষ্ঠা সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ, উপ-কমিটির প্রভাবশালীর সদস্য হিসাবে গুরুদায়িত্ব পালন করে আসছেন, তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন পরিচালানা কমিটির একজন সক্রিয় কর্মী হিসাবেও দায়িত্ব পালন করেন, ২০০৬-০৭ সালে শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনের তিনি একজন অপরাজেয় সৈনিক। এছাড়াও তিনি ২০০৩-০৪-০৫-০৬ সালে লিয়াকত বাবুর কমিটিতে কেন্দ্রীয় ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে গুরু দায়িত্ব পালন করেন। শুধু তাই নয়, জীবনের কঠিন থেকে কঠিনতর অধ্যায় নির্ভয়ে-নির্বিঘ্নে পাড়ি দিয়েছে এই অকুতোভয় নারী নেত্রী।
তৃণমূল পর্যায় থেকে হাজারো প্রতিবন্ধিকতাকে পেছনে ফেলে জাতীয় পর্যায়ে রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মহেশখালী-কুতুবদিয়ার মাটি ও মানুষের উদীয়মান নেত্রী ইসমত আরা বেগম (ইসমু)। অর্জন করেছেন দেশরতœ শেখ হাসিনা ও আ.লীগের কেন্দ্রীয় নেত্রীবৃন্দের আস্থা। তিনি এলাকার মানুষ ও দলের সবার কাছে সমধীক পরিচিত ও সম্মানিত। তিনি মহেশখালী দ্বীপ থেকে উঠে আসা একটি মুক্তো, কক্সবাজার আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। যার আলোও আলোকিত হবে আগামীর মহেশখালী-কুতুবদিয়া ও কক্সবাজার আওয়ামী পরিবার।
রাজনীতির পাশাপাশি গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ইসমু ইঞ্জিনিয়ারিং। এই প্রতিষ্ঠানের তিনি ব্যবস্থাপনা পরিচালক। যেখানে রয়েছে বেকার যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ। বেকার মুক্ত বাংলাদেশ গঠনে বিশেষ ভূমিকা পালন করছে তাঁর এই প্রতিষ্ঠানটি।
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে মহেশখালী-কুতুবদিয়া ২৯৫ নং আসনটি স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বের যোগ্য নারীর অভাবে ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচনে বরাবরই পিছিয়ে ছিল। এই আসনটিতে সাধারণ আসন তো দুরের কথা সংরক্ষিত আসনটিও দখলে ছিল ধার করা প্রতিনিধিদের দখলে। ফলে দায়িত্ব প্রাপ্ত মহিলা এমপি প্রতিনিধির সাথে জনগনের দুরুত্ব ছিল রীতিমত ভোগান্তির বিষয়। তাই জনগনের প্রাণের দাবি, নারীর ক্ষমতায়ন জোরদার করতে হলে মহেশখালী-কুতুবদিয়ার একমাত্র নারী প্রার্থী ইসমত আরা বেগম (ইসমু) কে যেন মনোনয়ন দেওয়া হয় । তিনিই একমাত্র নারী যিনি শুধু সংরক্ষিত আসনে নয় তিনি সাধারণ আসনেও জনগনের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়ে এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন বলে আশায় বুক বেঁধেছেন।
দলের বৃহৎ স্বার্থে সাধারণ আসনে তাকে মনোনয়ন দেওয়া সম্ভবপর না হলেও অন্তত সংরক্ষিত আসনে তাকে মহেশখালী-কুতুবদিয়ার মহিলা সংসদ সদস্য হিসাবে দেখতে চান মহেশখালী-কুতুবদিয়ার সাধারণ জনগন। জনগনের “স্লোগান আর নয় ধার করা প্রতিনিধি-এবার চাই ঘরের প্রতিনিধি”। এই এলাকায় জন্ম নেওয়া একমাত্র জনপ্রিয় ও জনবান্ধব নারী প্রার্থী বীর মুক্তিযোদ্ধার বীর কন্যাকে যোগ্য আসনে বসানো এখন এলাকাবাসীর প্রাণের দাবি। প্রত্যন্ত উপকুল থেকে উঠে আসা এই অদম্য সাহসী নেত্রী ইসমুর সংগ্রামমুখর জীবনের অমূল্য সময় যেন মূল্যায়িত হয় এই আশা তাঁর এলাকার সর্বস্তরের মানুষে’র।
ক্রাইম পেট্রোল বিডি’র একান্ত সাক্ষাৎকারে ইসমু বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকে মনোনিত হয়ে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনা অনুগত থেকে মানুষের সেবা ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন করবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।