মহেশখালের উপর বন্দর কর্তৃপক্ষের নির্মিত বাঁধ ভেঙে ফেলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার জন্য দায়ী নগরীর বন্দর এলাকায় মহেশখালের উপর বন্দর কর্তৃপক্ষের নির্মিত বাঁধ ভেঙে ফেলা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন অর্ধশতাধিক শ্রমিক নিয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বাঁধ অপসারণ শুরু করেন। বাঁধ ভেঙে ফেলার দৃশ্য দেখতে শত শত মানুষ ভিড় করেন।

২০১৫ সালে ২ সেপ্টেম্বর নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এই বাঁধ নির্মাণের উদ্বোধন করেন। একই বছরের ডিসেম্বরে বাঁধ নির্মাণ সম্পন্ন হওয়ার পর চট্টগ্রাম নগরীর আগ্রাবাদসহ বেশ কয়েকটি এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। এই বাঁধের ফলে গোসাইলডাঙা, হালিশহর, এক্সেস রোড, আগ্রাবাদ সিডিএ, বেপারী পাড়া, শান্তিবাগ, হালিশহরসহ বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে থাকে দিনের পর দিন।

এই অবস্থায় স্থানীয়দের আন্দোলনের মুখে গত ১ জুন মহেশখালের বাঁধ অপসারণের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।