মহেশপুরের বজরাপুরে জঙ্গি আস্তানায় অভিযান চলছে; নিহত দুই জঙ্গি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মহেশপুরের বজরাপুরে জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের অভিযান এখনো চলছে। অভিযানকালে ঘরের মধ্যে বোমার বিষ্ফোরণে একজন এবং গুলিতে অপর একজন জঙ্গি নিহত হয়েছে।

নিহতদের মধ্যে তুহিন নামে একজন রয়েছেন। আহত হয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম ও পুলিশের এসআই মহসিন। তাদের মধ্যে নাজমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখনো আস্তানাটি ঘিরে রাখা হয়েছে।

খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মহেশপুরের বজরাপুরে নব্য জেএমবির আস্তানায় সকালে অভিযান শুরু করলে ভেতর থেকে জঙ্গিরা বোমা ও গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে এক জঙ্গি নিহত হয়। এ সময় ঘরের ভেতরে বোমার বিস্ফোরণে আরো এক জঙ্গি নিহত হয়। ওই বাড়ির মালিক জহিরুল ইসলাম ও তার ছেলে জসিমকে পুলিশ আটক করেছে।

তিনি আরো জানান, জেলা সদরের লেবুতলা গ্রামে জঙ্গি আস্তানা মৃত শরাফত মণ্ডলের বাড়িতে পুলিশ সকালে অভিযান চালিয়ে আটটি বোমা ও একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে শামীম নামে একজনকে আটক করা হয়েছে। লেবুতলায় অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তবে বজরাপুরের আস্তানায় ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়করণ দলের সদস্যরা আসার পর বাড়ির ভেতরে উদ্ধার অভিযান শুরু হবে।