ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের দায়ে কাজী, বরসহ ৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে।
আজ সোমবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সামনে আদালত বসিয়ে এ কারাদণ্ড প্রদান করা হয়।
মহেশপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও আদালতের বিচারক রওশন ইসলাম জানান, জেলার মহেশপুর উপজেলার পুরন্দপুর, নিমতলা ও ফতেপুর গ্রামে বাল্যবিয়ের খবর পেয়ে কাজী, বরসহ ৯ জনকে পুলিশ আটক করে। বিকেল সাড়ে ৫টার দিকে ফতেপুর ইউনিয়ন পরিষদের সামনে আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলো- উপজেলার পুরন্দপুর গ্রামের জামাল হোসেন ও তার ছেরে বর ওমর আলীকে একমাস, একই গ্রামের আব্দুল বারীর ছেলে নুর ইসলামকে একমাস, ফতেপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী শিখা খাতুনকে একমাস, নিমতলা গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুনকে একমাস, ঢাকা খিলক্ষেতের কবির উদ্দীনের ছেলে বর পলাশকে একমাস, ফতেপুরের জাকির গাইনের স্ত্রী হালিমা বেগমকে একমাস করে ও কাজী হাফিজুর রহমানসহ বাকিদের ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা আশাফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, সমাজসেবা কর্মকর্তা জুলফিক্কার আলী, চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ।