মাগুরার মহম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে শাখার বেশ কয়েকটি টেবিল, প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসের দৈনিক টাকা আদায়ের সিট ও রেজিস্টার পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোররাতে এ অগ্নিকাণ্ড হয়।
মাগুরার মহম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে শাখার বেশ কয়েকটি টেবিল, প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসের দৈনিক টাকা আদায়ের সিট ও রেজিস্টার পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোররাতে এ অগ্নিকাণ্ড হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহম্মদপুরের আমিনুর রহমান কলেজের বিপরীতে অবস্থিত ব্যাংকটির দোতলায় থাকা ভবন মালিক পোড়া গন্ধ পেয়ে নিচে নেমে আসেন। পরে তিনি ব্যাংকের ভেতরে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন মৃধা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ভবনের পাশে একটি পেট্রোলভরা বোতল পাওয়া গেছে, যাতে পেট্রোলের নমুনা পাওয়া যায়। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’


