
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন মোল্যা জয়ী হয়েছেন। আজ সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বেসরকারি ফলাফলে জানা গেছে, আবুল হোসেন মোল্যা পেয়েছেন ৬ হাজার ৯৫৫ ভোট, ইকবাল আক্তার কাফুর (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৬৪ ভোট ও বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান (আনারস) পেয়েছেন ৩ হাজার ১৪২ ভোট।
রিটার্নিং অফিসার ডা. গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেন।