
মাগুরা প্রতিনিধি : সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার ছত্রকান্দি গ্রাম থেকে হাজিপুর ক্যাম্প পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) হোসেন আল মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ হাজিপুর ক্যাম্প পুলিশের সহায়তায় সদর উপজেলার দারিয়াপুর ছত্রকান্দি থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী হচ্ছে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আকুল মোল্লা (৪০) ও নড়িহাটি গ্রামের কবিরুল কাজল (২৩)। এদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।