মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত

মাগুরা প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ সময় কমপক্ষে ১০টি ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে পলাশবাড়িয়া ইউনিয়নের পলাশবাড়িয়া গ্রামের পূর্ব ও দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মিলন (৩০), সাখাওয়াত (৪০) কাইয়ুম (২৮), পলাশ (৩০) ও আবুল বশারকে (৫০) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিজাম মোল্যাসহ (৪০) আরো ১০জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের দুই প্রাক্তন ইউনিয়ন পরিষদ সদস্য আকরাম হোসেন ও বকুল মোল্যার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে আকরামের সমর্থক মাফুজার মোল্যা ও বকুলের সমর্থক সবুর মোল্যার বিরোধপূর্ণ জমির সীমানা পিলার উঠানো নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনার জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষ চলাকালে তবিবর, আনিছুর, পাখি, সাহেব, আলীম, লিটন ও বাকারের বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে জানা যায়। এর মধ্যে অন্তত চারটি ঘরের মালপত্র লুট করার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

মহম্মদপুর থানার (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমির মালিকানা দাবি দাবি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।