মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামের আলী আহম্মেদ ও করিম মিয়ার মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমুল হুদা জানান, সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান ও একই ইউনিয়নের সদস্য আকিদুল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে হাফিজার রহমানের সমর্থক আলী আহম্মেদ ও আকিদুলের সমর্থক করিম মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।