
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জুবান শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার ভোরে সদর উপজেলার ধলহরা গ্রামে এ ঘটনা ঘটে। জুবান ওই এলাকার গুচ্ছগ্রাম নিবাসী সোবাহান শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আজমল হুদা জানান, বুধবার ভোরে ধলহরা গ্রামের একটি মাঠে সন্ত্রাসীরা অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জুবান শেখকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, জুবান শেখের বিরুদ্ধে মাগুরা সদরসহ বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তল, দুটি গুলি, দুটি রামদা ও একটি তরবারি উদ্ধার করা হয়েছে।