মাগুরা : মাগুরা পুলিশ আন্তজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার হয়েছে। রোববার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে ওই ৪ ডাকাতকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, গত ৭ আগস্ট রাতে মহম্মদুর উপজেলা রাজপাট গ্রামে সেনাসদস্য কামরুল আলম খান ও তার ভাই ব্যবসায়ী শের আলী খানের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। তারা বাড়ির সদস্যদের জিম্মি করে দিয়ে নগদ ৫ লাখ টাকা ও ২০ ভরি সোনা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় শের আলী বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ অনুসন্ধান করে শনিবার রাতে ডাকাত দলের অন্যতম ৪ সদস্য আবুল বাসার, খসরু, সুমন ও নায়েব আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নায়েব আলী বিরুদ্ধে ১১, আবুল বাসারের ৯টি ও সুমনের নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ৪ জনই বাড়ি মাগুরা মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামে। তারা আন্তজেলা ডাকাতদলের সদস্য।