মাগুরা-২ আসনে জামায়াত প্রার্থীর শোডাউন

মাগুরা: মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এমবি বাকের পক্ষে।

শনিবার (২২ নভেম্বর) সকালে আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠে শালিখা ও মোহাম্মদপুর উপজেলার ১৯টি ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে কলেজ প্রাঙ্গনে সমবেত হন। এ সময় তারা মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এমবি বাকেরের পক্ষে দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থণা করে স্লোগান দিতে থাকেন।

এরপর সকাল ১০টায় প্রার্থী এমবি বাকের ছাদখোলা মাইক্রোবাসে জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি তালখড়ি, চতুরবাড়ি, সীমাখালি, বুনাগাতি, গঙ্গারামপুর, নোহাটা, ঝামা বাজার, রাজাপুর, বাবুখালি, বিনোদপুর হয়ে শত্রুজিতপুর বাজাওে গিয়ে শেষ হয়।

এই প্রথমবারের মতো জামায়াতের আয়োজনে এত বড় শেভাযাত্রা অনুষ্ঠিত হলো। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন, মাগুরা জেলা জামাতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চু, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, শালিখার আমীর মাওলানা আফসার আলী, মোহাম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা নজরুল ইসলাম ও জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন অংশ নেন।

অধ্যাপক এমবি বাকের বলেন, ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান নিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ কাজ করে যাচ্ছে। প্রথমবারের মতো মাগুরা-২ আসনে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে জামাতের এই শোভাযাত্রা প্রমাণ করেছে শালিখা-মোহাম্মদপুরের এই আসন জামাতের ঘাঁটি।

আগামী নির্বাচনকে সামনে রেখে শালিখা ও মহম্মদপুরের প্রতিটি পাড়া, মহল্লা, ইউনিয়নের প্রতিটি গ্রামে চলছে জামাতের নির্বাচনি কার্যক্রম। এ আসনে আমাদের জয় সুনিশ্চিত।