রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা গেছে। ৩২ বছর বয়সী ওই ব্যক্তি একজন তুর্কি নাগরিক।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি বিমানবন্দরে অবতরণ করেন।
আজ মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। স্ক্রিনিং-এর সময় ওই ব্যক্তির শরীরে ফুসকুড়ি ধরনের উপসর্গ দেখা যায়। কিন্তু, তিনি এ সংক্রান্ত কোনো মেডিকেল রিপোর্ট দেখাতে পারেননি আমাদের। পরে আমাদের সন্দেহ হয়, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কি না। আমাদের সন্দেহ হলে আমরা ওই ব্যক্তিকে বিষয়টি জানাই। পরে তাঁকে আমরা মহাখালীর সংক্রামক রোগ হাসপাতালে পাঠাই। সেখানে তাঁর স্বাস্থ্য পরিক্ষী করা হবে। যদি তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তাঁকে সুস্থ করতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এখনই ওই ব্যক্তির নাম বলতে চাচ্ছি না আমরা।’