
কাটা ফলের গন্ধ পেলেই এসে হাজির হয় মাছি। আর তার সঙ্গে হানা দেয় জীবাণুও। সেই ফল টিক কতটা উপকারে আসে তা বোঝা ভার।
তাই মাছির এই উৎপাত দূর করতে পারেন ঘোরয়া উপায়-
পুরনো ওয়াইন বা বিয়ার:
কাটা ফলের পাশে পুরনো ওয়াই বা বিয়ারের বোতলের ঢাকনা খুলে রেখে দিন। ওই গন্ধে মাছি পালাবে। তবে কিছু ক্ষণেই এই গন্ধের রেশ কেটে যায়।
ফল আর ভিনিগার:
কোনও একটা পাকা ফলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। এই গন্ধ মাছির খুব প্রিয়। এ বার এই মিশ্রন একটা সরু মুখের বোতলে ঢেলে নিন। বোতলের মুখে কাগজ পাকিয়ে চোঙার মতো করে আটকে দিন। মাছি ওই পথে ঢুকবে। কিন্তু বেরোতে পারবে না।