মাছের বাজারে ডাকাতি: মামলা দায়ের

বরিশাল : বরিশালের উজিরপুরে হরতা বাজারে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ডাকাতির সময় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া মাছ ব্যবসায়ী সোহরাব বেপারীর ছেলে খোকন বেপারী বাদী হয়ে মামলা করেছেন।

বুধবার সকালে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার।

তিনি বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে চেষ্টা চলছে।

মঙ্গলবার বিকেলে উজিরপুরে মাছ পাইকারি বিক্রির বাজার হরতায় দুটি স্পিডবোটে করে এসে বোমা ফাটায় এবং গুলি ছোড়ে ডাকাতরা। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ডাকাতরা মাছ ব্যবসায়ী সোহরাব বেপারীর কাছ থেকে ১৫ লাখসহ কমপক্ষে ৫০ লাখ টাকা নিয়ে সন্ধ্যা নদী দিয়ে স্পিডবোটে করে পালিয়ে যায়।

এ সময় সোহরাব বেপারী আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।