বিনোদন ডেস্কঃ ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজ ৭ জুলাই ৪৩ বছরে পা রেখেছেন সাবেক বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন ‘ক্যাপ্টেন কুল’। তবে মাঝরাতে ধোনির সঙ্গে সাক্ষাত করেই শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা সালমান খান।
শনিবার মাঝরাতে স্ত্রী সাক্ষীর সঙ্গে ধোনির জন্মদিনের কেক কাটায় উপস্থিত হন সালমান খান। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রথমে স্ত্রী সাক্ষী এবং তারপর সালমান খানকে কেক খাইয়ে দেন ধোনি।
পরে ইনস্টাগ্রামের এক পোষ্টে ধোনির সঙ্গে ছবি শেয়ার করে সালমান লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে কাপ্তান সাহেব!’
https://x.com/WorshipDhoni/status/1809685646648156333?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1809685646648156333%7Ctwgr%5Ea411f3905a1b2e12fe49d066bc1c0de778b369bf%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jugantor.com%2Fsports%2F825271%2FE0A6AEE0A6BEE0A69DE0A6B0E0A6BEE0A6A4E0A787-E0A6A7E0A78BE0A6A8E0A6BFE0A6B0-E0A69CE0A6A8E0A78DE0A6AEE0A6A6E0A6BFE0A6A8E0A787-E0A695E0A787E0A695-E0A696E0A787E0A6A4E0A787-E0A6B9E0A6BEE0A69CE0A6BFE0A6B0-E0A6B8E0A6BEE0A6B2E0A6AEE0A6BEE0A6A8-E0A696E0A6BEE0A6A8-E0A6ADE0A6BFE0A6A1E0A6BFE0A693
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে মুম্বাইয়ে আছেন ধোনি। আর বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দার’-এর শুটিংয়ে। দুই তারকাকে একসঙ্গে দেখে আনন্দে ভাসছে ভক্তরাও।
গেলো আইপিএলে ফাইনাল খেললেও শিরোপা ধরে রাখতে পারেনি চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় তারা। আগামী আসরে ধোনি খেলবেন কি না তা নিশ্চিত নয়।
এখনো আইপিএলের আঙিনা থেকে অবসর নেননি ধোনি। মনে করা হচ্ছে, চেন্নাইয়ের হলুদ জার্সিতে আগামী আসরেও দেখা যেতে পারে ধোনিকে।