মাঝ-আকাশে বিয়ে!

দেশের মাটিতে করোনাবিধি এড়াতে পুরো বিমান ভাড়া করে মাঝ-আকাশে বিয়ে করলেন এক নবদম্পতি। ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ের এ বিয়ের ঘটনা ঘটেছে।

বিয়েতে ১৬১ জন আত্মীয়-পরিজন উপস্থিত ছিলেন। মহামারির কারণে ভারতে ৫০ জনের বেশি জমায়েতের নিষেধাজ্ঞার কারণে তারা এ বুদ্ধি আঁটেন।

সোমবার (২৪ মে) এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালে (এএনআই) বিয়েটির কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।

জানা গেছে, দুই ঘণ্টার জন্য স্পাইসজেটের বিমান ভাড়া নিয়ে নেন নবদম্পত্তি রাকেশ-দক্ষিণার পরিবার। মাদুরাই থেকে বেঙ্গালুরু উড়ে যায় বিমানটি। আর সেই বিমানেই আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে তারা বিয়ে সারেন।