মুন্সীগঞ্জ প্রতিনিধি : শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে মাঝ পদ্মায় ফেরিতে আটকা পড়েছেন নৌমন্ত্রী শাজাহান খানসহ আওয়ামী লীগ কেন্দ্রীয় ও যুবলীগের বেশ কয়েকজন নেতা।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে তারা ফেরিতে আটকা পড়েন। বিআইডব্লিউটিএ ফেরিটি উদ্ধারে কাজ করে যাচ্ছে।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ বলেন, সকাল ১০টার দিকে নৌমন্ত্রী শাজাহান খানসহ আওয়ামী লীগ কেন্দ্রীয় ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকে নিয়ে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে রো-রো ফেরি গোলাম মাওলা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। লৌহজং টার্নিং পয়েন্টে ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। এ সময় এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরো বলেন, ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা কাজ করছেন। দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌমন্ত্রী ফেরিতে ছিলেন।