
জেলা প্রতিবেদকঃ খাগড়াছড়ির মাটিরাঙায় প্রসীত বিকাশ খা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসীরা বাঙালি কৃষকদের উপর হামলা চালিয়েছে।
দীর্ঘদিন শান্ত থাকার পর রবিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী মাটিরাঙা উপজেলার তবলছড়ির লাইফু কার্বারীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ বাঙালি কৃষক আহত হয়েছেন।
জানা গেছে, স্থানীয় বাঙালিরা লাইফু কার্বারীপাড়া ও আশপাশ এলাকায় নিজেদের জমিতে চাষাবাদ করে আসছেন। রোববার লাইফু কার্বারীপাড়া এলাকায় কচু চাষের জন্য কাজ করতে গেলে ইউপিডিএফের ৩০-৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের বাধা দেন। বাধা উপেক্ষা করে জমিতে কাজ করতে গেলে সন্ত্রাসীরা তাদের মারধর করে ৬০-৭০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় আহতরা হলেন মো. শাহ জালাল (৫৩), শাহ জালালের স্ত্রী আয়েশা বেগম (৪৬), তার দুই ছেলে নয়ন মিয়া (২৪) ও নাজমুল হক (১৫), মৃত আব্দুস ছাত্তারের ছেলে জহিরুল ইসলাম (৩২), মো. আব্দুল খালেকের ছেলে আব্দুল মোতালেব (৪৫), মো. ইউসুফ আলীর ছেলে মো. সালাহ উদ্দিন (১৯), জাফর আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪২), মো. শফিক মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), আবু তাহেরের ছেলে আব্দুল আল মামুন (১৬), সিরাজুল ইসলামের ছেলে মো. তাজুল ইসলাম (৩৪) ও সুরুজ মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩০)।
আহতরা সবাই তবলছড়ি ও তান্দিং ইউনিয়নের ইসলামপুর ও শুকনাছড়ি এলাকার বাসিন্দা। এদের মধ্যে দুজন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত মো. শাহ জালাল বলেন, ‘স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে প্রতিদিনের মতো নিজের জমিতে কাজ করতে গেলে ইউপিডিএফের সন্ত্রাসীরা হামলা করে আমাদের কাজ করতে বাধা দেন। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে।’
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে বাঙালি কৃষকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মাটিরাঙার যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ও তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’