সাকিব আল হাসানের পক্ষে-বিপক্ষে বিভিন্ন কর্মসূচিতে গত কয়েকদিন ধরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা উত্তপ্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠে বাংলাদেশের টেস্ট ম্যাচ শুরু হয়েছে আজ। এর আগের দিন তথা রোববার (২০ অক্টোবর) স্টেডিয়াম এলাকায় সাকিব ভক্ত এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে মিরপুর স্টেডিয়াম ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এর মধ্যেও সোমবার (২১ অক্টোবর) ম্যাচ চলাকালে কিছুটা হইচই দেখা গেছে স্টেডিয়াম এলাকায়। তবে এই হইচইয়ের মূলে সাকিব ভক্ত বা বিরোধীরা নন, ছিলেন একদল ছাত্র-ছাত্রী।
জানা গেছে, স্টেডিয়ামের ৫ নম্বর গেটে বিনা টিকিটে খেলা দেখতে এসে ব্যর্থ হওয়া স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা হঠাৎ ‘বিসিবি ভুয়া’, ‘বিসিবি ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, আগে টেস্ট ম্যাচের সময় ছাত্রছাত্রীদের বিনা টিকিটে খেলা দেখতে দেয়া হলেও বিসিবি এবার তা দিচ্ছে না।
একপর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে তাদের হ্যান্ডমাইকে জানানো হয়, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা টিকিট ছাড়া খেলা দেখতে পারবে-এমন কোনো নির্দেশনা বিসিবি থেকে তাদের দেয়া হয়নি। বিপিএল বা বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে অনেক সময় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ফ্রি খেলা দেখার সুযোগ দেয়া হলেও আন্তর্জাতিক ম্যাচে সে সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা যায়, ফ্রি টিকিট দেওয়ার নির্দেশনা না থাকা সত্ত্বেও সকালে বিসিবির টিকিট বুথ থেকেই ভুলক্রমে ছাত্রছাত্রীদের ১০০ টিকিট ফ্রি দেয়া হয়। এরপরই দলে দলে ছাত্রছাত্রী ৫ নম্বর গেটে জড়ো হতে থাকে।