
ক্রীড়া ডেস্ক : আগামীকাল ভোর (বাংলাদেশ সময়ে) হওয়ার আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দুই বছর পর দেশের বাইরে কোনো সিরিজ খেলতে গেছে টাইগাররা। ঘরের মাঠে সম্প্রতি সেরাটা দেখালেও বিদেশে এবার তাদের সামনে বড় পরীক্ষা।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রিন গ্যালারির দৃষ্টিনন্দন এই ভেন্যুতে প্রথম বারের মতো মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজার দল। ময়দানী লড়াইয়ের আগে চলছে দুই দলের খেলোয়াড়দের নিয়ে নানা বিশ্লেষণ। যে কোনো সময়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড়ের কমতি নেই দু’দলে। দুই দলের এমন কিছু খেলোয়াড়দের বিবরণ দেওয়া হল।
মুস্তাফিজ-উইলিয়ামসন
ঘরোয়া কন্ডিশনে বেশ মারাত্মক একজন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন তিনি। গতবার নিজেদের মাঠে পাকিস্তানের বোলার মোহাম্মদ আমিরের বিপক্ষে খেলেছেন উইলিয়ামসন। আমিরের মতো এবার ভয়ঙ্কর বোলার মুস্তাফিজের ব্যাপারে বেশ সতর্ক নিউজিল্যান্ড। তবে ফর্মে থাকা উইলিয়ামসন ইনজুরি কাটিয়ে আসা এ কাটার মাস্টারকেও ঠিকমতোই বুঝতে পারবেন এমনটাই প্রত্যাশা স্বাগতিক সমর্থকদের।
এদিকে কাঁধের ইনজুরি কাটিয়ে আগের মতোই ধারালো রূপে দেখা যাবে মুস্তাফিজকে-এমনটাই প্রত্যাশা টাইগার সমর্থকদের। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেই ২ উইকেট নিয়ে নিজের অবস্তান জানান দিয়েছেন তিনি। কয়েকদিন আগে আইসিসি ২০১৬ সালের সেরা উদিয়মান তারকা হিসেবে মুস্তাফিজের নাম ঘোষনা করেছে। আইসিসির কাছ থেকে এমন স্বীকৃতি নিউজল্যান্ড সিরিজে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে মুস্তাফিজকে।
সাকিব-মুনরো
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের বিপরীতে লড়াইটা হতে পারে স্বাগতিক ক্রিকেটার কলিন মুনরোর মধ্যে। সীমিত ওভারে সব সময়ই নিজেকে মেলে ধরতে চান সাকিব আল হাসান। বাংলাদেশে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিউজল্যান্ডেও কাজে লাগাতে চাইবেন দেশসেরা এ অলরাউন্ডার। দলের বিপর্যয় এড়াতে তার দিকে চোখ থাকবে টাইগার সমর্থকদের।
অন্যদিকে ডানহাতের ফাস্ট মিডিয়াম পেসে বেশ উজ্জ্বল একজন বোলার নিউজল্যান্ডের অলরাউন্ডার কলিন মুনরো। ব্যাট হাতেও বেশ সফল তিনি। ঘরের মাঠে বাংলাদেশকে রুখে দিতে এই অলরাউন্ডারের কাছেও অনেক প্রত্যাশা থাকবে স্বাগতিক দর্শকদের।
মিরাজ-স্যান্টনার
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের অভিষেকটা স্বপ্নের মতো হয়েছে মেহেদী হাসান মিরাজের। এরপর বিপিএল টুর্নামেন্টেও নিজেকে জানান দিয়ে নিউজল্যান্ডে খেলতে গেছেন তিনি। অলরাউন্ডার হলেও স্পিনার হিসেবেই বেশি আলো ছড়াচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের রুখতে তাকে স্পিন অস্ত্র হিসেবে ব্যাবহার করতে পারেন টাইগার অধিনায়ক।
প্রতিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের বোকা বানাতে বল হাতে ঘূর্নি যাদু দেখাতে পারেন কিউই স্পিনার মিচেল সান্তনার। ঘরোয় কন্ডিশনে তিনি যে সহজ বোলার নয় বাংলাদেশের বিপক্ষে হয়তো আরও একবার প্রমান করতে চাইবেন।
তামিম-গ্র্যান্ডহোম
বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার নিউজিল্যান্ড সফরে নিজের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন। ব্যাট হাতে শুরতেই চমৎকার ইনিংসে দলের কান্ডারির ভূমিকা পালন করতে পারেন বাহাতি এ ওপেনার। নিউজিল্যান্ডের জন্য প্রস্তুতি ম্যাচে খেলেননি তামিম। তবে এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাট হাতে বেশ ফর্মে ছিলেন তিনি। টাইগার সমর্থকদের প্রত্যাশা নিউজিল্যান্ডে তার ব্যাটে চড়ে অনেক দূর যাবে টিম বাংলাদেশ।
তামিমের মতো নিউজিল্যান্ড সমর্থকরা ভরসা রাখতে চাইবে কলিন ডি গ্র্যান্ডহোমের উপর। নিজেদের আঙ্গিনায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ফর্মে ছিলেন তিনি। ব্যাটিংঅলরাউন্ডার এ তারকার উপর বাংলাদেশের বিপক্ষ্যে অনেক প্রত্যাশা থাকবে নিউজিল্যান্ড সমর্থকদের।