
ক্রীড়া ডেস্ক : ঠিক পাঁচ মাস আগে কাউন্টি ক্রিকেটে সবশেষ সাসেক্সের হয়ে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বল হাতে আলো ছড়ানোর পর ইংল্যান্ডে গিয়েও উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করেছিলেন বাংলাদেশি এ কাটার মাস্টার।
কিন্তু ২২ জুলাই সাসেক্সের হয়ে খেলতে নেমেই কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। এরপর কাঁধের অস্ত্রোপচারের পর দর্শক হয়েই ক্রিকেট উপভোগ করতে দেখা গেছে বোলার মুস্তাফিজকে। ঘরের মাঠে বহুল প্রতিক্ষিত ইংল্যান্ড সিরিজ, বিপিএলের জমজমাট চতুর্থ আসরেও গ্যালারিতে দর্শক সারিতে বসে খেলা দেখতে হয়েছে মুস্তাফিজকে।
এরপর নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার কন্ডিশনিং ক্যাম্পেও মুস্তাফিজকে বিশ্রামে রাখে বিসিবি। তবে নিউজিল্যান্ডে পৌছার ৭২ ঘন্টা পর একমাত্র প্রস্তুতি ম্যাচে বল হাতে দেখা গেছে মুস্তাফিজকে। দীর্ঘ ৫ মাস পর মাঠে নামার পরও বল হাতে চেনারূপে দেখা গেছে মুস্তাফিজকে। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দল হারলেও বল হাতে দুটি উইকেট নেন মুস্তাফিজ।
নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে মুস্তাফিজ নিজের প্রথম ওভারের চতুর্থ বলে আউট করেন রায়ান ডাফিকে।এরপর হেনরি শিপলকে সাজঘরে পাঠান মুস্তাফিজ। প্রস্তুতি ম্যাচে দল হারলেও দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে উইকেট নিয়ে নিজেকে জানান দিলেন বাংলাদেশি বিস্ময়বালক মুস্তাফিজ।