
ক্রীড়া ডেস্ক : চেলসি থেকে সার্বিয়ান মিডফিল্ডার নেমানিয়া মাতিচকে তিন বছরের জন্য দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মাতিচের সঙ্গে তিন বছরের চুক্তির খবরটি সোমবার নিজেদের ওয়েবসাইটে জানায় ইউনাইটেড। চুক্তি অনুযায়ী, মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ থাকছে ‘রেড ডেভিল’দের।
২৮ বছর বয়সি মাতিচের ট্রান্সফার ফির বিষয়ে কোনো পক্ষই কিছু জানায়নি। তবে ইংলিশ গণমাধ্যমের খবর, মাতিচকে কিনতে ৪০ মিলিয়ন পাউন্ড গুণতে হয়েছে ইউনাইটেডকে।
ইউনাইটেডে আসায় হোসে মরিনহোর সঙ্গে পুনর্মিলন হচ্ছে মাতিচের। এর আগে মরিনহো চেলসির কোচ থাকাকালীন তার অধীনে খেলেছেন সার্বিয়ান মিডফিল্ডার।
এই নিয়ে গ্রীষ্মের দলবদলে তৃতীয় খেলোয়াড় কিনল ইউনাইটেড। এর আগে এভারটন থেকে বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু ও বেনফিকা থেকে সুইডেনের ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলোফকে দলে ভেড়ায় প্রিমিয়ার লিগের ক্লাবটি।