
সি পি বিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মাদকবিরোধী অভিযানে নিরীহ কেউ নিহত হয়নি। এমন কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ পরিকল্পনার পর মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। প্রভাবশালী গডফাদার কেউ ছাড় পাবেন পাবে না।
তিনি আরো বলেন, ‘ যখন কোথাও পুলিশ, র্যাব অভিযানে যায়, আর সেখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, কোনো নিরীহ ব্যক্তি শিকার হলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যদি বলেন, ভেজালবিরোধী-মাদকবিরোধী অভিযান বন্ধ করে দিই। ছেলে মাকে, বাবাকে হত্যা করছে মাদকের কারণে। এ ধরনের অভিযান চালাতে গেলে কিছু ঘটনা ঘটে।’
মাদকের গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যে-ই গডফাদার হোক ধরা হবে। আমি যখন ধরি, ভালো করেই ধরি। জানেন তো। কার ভাই, কার আত্মীয় তা দেখা হবে না।’