
নিজস্ব প্রতিবেদক : শনিবার দুপুরে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে অসহায়দের মধ্যে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাদকবিরোধী অভিযানে নিরীহ মানুষের ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না। আর যদি কোনো পুলিশ সদস্য নিরীহ মানুষকে হয়রানি করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আছাদুজ্জামান মিয়া বলেন, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। তবে নিরীহ মানুষের এতে ভয় পাওয়ার কিছু নেই। ঢাকায় মাদকবিরোধী অভিযানে কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করা হবে না। যদি হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।