মাদকবিরোধী বিশেষ অভিযান ৫৩ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান।

তিনি বলেন, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৫৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী রয়েছেন।

এ সময় তাদের কাছ থেকে থেকে ইয়াবা, হেরোইন, গাঁজা, ইনজেকশন ও ফেনসিডিল উদ্ধার করা হয়।