সংবাদদাতাঃ গাজীপুর জেলার শখিপুর সিনাবহ বাজার এলাকায় “আনন্দ পার্ক এন্ড” রিসোট এর ভিতরে প্রতিদিন মাদক সেবন সহ দেহ ব্যবসার মহা উৎসব। বাংলাদেশের শীর্ষ স্থানীয় জাতীয় পত্রিকায় একাধিক বার সংবাদ প্রকাশিত হলেও থেমে নেই “বরিশাইল্লা মির্জা আমিনের” মাদক বাণিজ্য ও দেহ বাণিজ্য। গত ০৪/১২/২০২৪ইং তারিখে গাজীপুর জেলা প্রশাসক এর বরাবর আবেদন করেও লাভ হয়নি। আবেদনে উল্লেখ করা হয় যে, “আনন্দ পার্ক এন্ড রিসোট” এর অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন প্রসঙ্গে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় এতে “মির্জা আমিন” ক্ষিপ্ত হয়ে পত্রিকার মালিক সহ সকল কর্মকর্তাকে গালি গালাজ করে। গত ১৬ই ডিসেম্বর জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডিতে “আনন্দ পার্ক এন্ড রিসোটে দেহ ব্যবসা ও মাদকের আস্তনা নেপথ্যে মির্জা আমিন” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে রিসোটে ম্যানেজার খ্যাত মির্জা আমিন তেলে বেগুনে জ্বলে উঠেন মির্জা বলেন, কেউ আমার কিছু করতে পারবেনা আমি মহা শক্তিশালী বাড়ি বরিশাল পত্রিকার মালিক কে দেখে নিবো মির্জার হুমকির বিষয়ে পত্রিকার কর্তৃপক্ষ থানায় একটি সাধারন ডাইরি করার প্রস্ততি গ্রহণ করেছেন। বিস্তারিত জানতে ক্রাইম পেট্রোল বিডি’র সাথে থাকুন।