রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় মাদক কারবারিদের গুলিতে আহত হওয়া মো. শাহীন বেপারী (২৬) নামের সেই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনগত রাত ১টা ২২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত শাহীন শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ কেবরনগর গ্রামের সিরাজ বেপারীর ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।
পারিবারিক সূত্র জানায়, গত ২২ নভেম্বর পূর্বপরিকল্পিতভাবে শাহীনকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মাদক কারবারিরা। তাকে উদ্ধার করে সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় এবং পরে ওসেকে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন শাহীনের মৃত্যু হলো আজ।
নিহতের বড় ভাই সাদ্দাম কদমতলী থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলা করেছেন।
মামলার এজহারে বলা হয়েছে, ঘটনার দিন মাদক কারবারিরা পরিকল্পিতভাবে শাহীনকে ডেকে নিয়ে মাথায় গুলি করে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা চান মিয়া প্রকাশ চানু (৩৯) এবং মো. জহিরকে (৩৭) আটক করে গণধোলাই দেয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়। পরে ৯৯৯–এ কল দিলে পুলিশ এসে তাদের দুজনকে গ্রেফতার করে।
মামলার অন্য আসামিরা হলেন— বাবু (৪১), ইব্রাহিম (৪০), রুবেল ওরফে প্লে রুবেল (৩৮), মাসুদ (৩৫), বাবু ওরফে নাক কাটা বাবু (২৭), শান্ত (৪০), হিরা (৪০), স্বপন (৩৫), শাওন ওরফে চাপাতি শাওন (৩৫), আলামিন (২৫), মনির ওরফে গুটি মনির (৩৮), হাসান (৩৭) এবং শাহিন (৩২)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কদমতলীতে গুলিবিদ্ধ এক যুবক ঢামেকের ওসেকে চিকিৎসাধীন রাতে মারা গেছে। গত ২২ নভেম্বর জুরাইন এলাকায় তাকে মাথায় গুলি করা হয়েছিল। লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।


