
এস.এম.মনির হোসেন জীবন: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আমরা মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি। মাদকের সব আখড়া ভেঙে-গুঁড়িয়ে দেওয়া হবে। যারা মাদক ব্যবসা করে তাদের বলতে চাই, কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তবে নিরীহ লোকের ভয়ের কোনও কারণ নেই। মাদক ব্যবসায়ীদের যেকোনও মূল্যে বিচারে সোপর্দ করা হবে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আরো বলেন, মাদকাসক্ত অনেক সন্তানের বাবা-মা আমার কাছে এসে বলেন, আমার সন্তানকে মেরে ফেলুন, জেলে নিন। কারণ, তারা দুনিয়াতে বসেই দোজখ টের পাচ্ছেন। আমাদের এক পুলিশ পরিদর্শকের মেয়ে ঐশী তার বাবা-মাকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। আমরা এই সমাজে আরেকটা ঐশী হতে দেবো না।
আজ শনিবার দুপুরে রাজধানীর পল্টনে একটি কমিউনিটি সেন্টারে ছিন্নমূলদের মাঝে ঈদবস্ত্র বিতরণের সময় মাদকের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সারাদেশে মাদকবিরোধী অভিযান চলছে। মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। তারা নেশার টাকার জন্য মা-বাবাকে সকাল-বিকাল মারপিট করে। আমাদের একজন পুলিশ পরিদর্শকের মেয়ে ঐশী মাদকাসক্ত হয়ে তার মা-বাবাকে ঠান্ডা মাথায় খুন করেছে।
তিনি নারী-পুরুষদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার প্রশ্ন করেন, আমরা কি এই সমাজে আরেকজন ঐশী সৃষ্টি হতে দেবো ? তখন উপস্থিত সবাই ‘না’, ‘না’ বলে ওঠেন।
রমজানের প্রথম ১৬ দিনে কোনও ডাকাতি নেই, ছিনতাই নেই এবং দস্যুতা নেই বলেও দাবি করে তিনি বলেন, কোনও অপরাধ নেই। মানুষ গভীর রাত পর্যন্ত হাঁটাহাটি করছে, শপিং করছে, কোনও ছিনতাইয়ের ঘটনা নেই। কারণ, পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও আমরা আপনাদের পাহারা দিচ্ছি। অপরাধীদের দমন করছি, আপনাদের নিরাপদে রাখার জন্য।
ডিএমপিতে বসবাসকারী নাগরিকদের আশ্বস্ত করে তিনি বলেন, আমি ডিএমপিতে বসবাসকারী সবাইকে বলতে চাই, পুলিশ মাদক ও জঙ্গিবিরোধী কোনও অভিযানে নিরীহ কাউকে হয়রানি করবে না। যদি হয়রানি করা হয় তবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
পুলিশের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কোনও সদস্যের সঙ্গে মাদকের কোনও সংশ্লিষ্টতা থাকবে না। মাদক ব্যবসায়ী যেই হোক, যতবড় হোক, যে পজিশনের হোক, যে দলের হোক, যে সংগঠনের হোক, হোক সে সরকারের কর্মচারী, হোক সে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তাকে কোনও ছাড় দেওয়া হবে না।
জঙ্গি দমনে নিজ বাহিনীর প্রশংসা করে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সারাবিশ্ব জঙ্গি দমন করতে না পারলেও বাংলাদেশ সেটা পেরেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জঙ্গি দমন হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কোনও জঙ্গি থাকবে না। জঙ্গি উৎখাত করে দিতে হবে।
চলমান মাদকবিরোধী অভিযানে নাগরিকদের সহযোগিতা চেয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, আপনারা মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিন, আমাদের জানান, আমরা তাদের ধরে নিয়ে আসবো, রেইড দেবো, তাদের বিরুদ্ধে মামলা দেবো এবং তাদের বিচারের মুখোমুখি করবো। আপনাদেরও অনুরোধ, আপনারা কেউ মাদক ব্যবসা ও সেবন করবেন না।
ডিএমপি কমিশনার বলেন, আমরা ঈদে ভালো খাবার ও কাপড়চোপড় পরবো আর আপনারা খেতে পারবেন না, আর পরতে পারবেন না, তা হতে পারে না। সেই দায়িত্ববোধ থেকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।
তিনি বলেন, আমরা আপনাদের সেবক। আপনাদের ভাই হিসেবে, আপনাদের আপনজন হিসেবে আপনাদের পাশে থাকবো, আপনাদের নিরাপত্তা দেবো, আপনাদের সহযোগিতা দেবো।
আছাদুজ্জামান মিয়া বলেন, আপনারা জানেন কিছু দিন আগে একটি কুচক্রী মহল এ দেশে বোমাবাজি করেছে, সরকারি সম্পদে আগুন দিয়েছে, নৈরাজ্য কায়েম করেছে, দেশের বিনিয়োগ নষ্ট করেছে, বিদেশিদের নিরাপত্তা অনিশ্চিত করেছে। ২০১৬ সালে হলি আর্টিজানে খুনের ঘটনা সারাদেশকে কালিমা লিপ্ত করেছে। জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। আমরা সে অবস্থা থেকে উত্তরণ হয়েছি। কঠোরভাবে জঙ্গিদের করেছি। বাংলাদেশে এখন আর কোনও জঙ্গি নেটওয়ার্ক নেই। এভাবে বাংলাদেশের মাটিতে কোনও জঙ্গিকে বরদাস্ত করা হবে না।
আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে ডিএমপি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ করে আবার যাতে ঢাকায় ফিরতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর পল্টনে একটি কমিউনিটি সেন্টারে ছিন্নমূলদের মাঝে ঈদবস্ত্র বিতরনী অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশের দুই কর্মকর্তা ছাড়াও ডিএমপি পুলিশের বিভিন্ন পর্যায়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।