মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

কুমিল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলিতে এক র‍্যাব সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলিতে এক র‍্যাব সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

র‍্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মাদক চোরাচালানিদের ধরতে গেলে র‍্যাবকে উদ্দেশ করে মাদক কারবারিরা গুলি চালায়। এ সময় র‍্যাবও আত্মরক্ষার্থে গুলি চালালে এক র‍্যাব সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আহত র‍্যাব সদস্যের অবস্থা গুরুতর হওয়ার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় দুজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।