চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মুহাম্মদ নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
রোববার গভীর রাতে হাটহাজারী থানার নাজিরহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম মন্দাকিনী গ্রামের মৃত নুরুল ইসলাম ড্রাইভারের ছেলে।
হাটহাজারী থানার এসআই মুজিবুর রহমান জানান, মাদক পাচার নিয়ে নজরুলের সঙ্গে মাদক ব্যবসায়ী ইসমাইলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইল ক্ষিপ্ত হয়ে নজরুলের পেটে ছুরিকাঘাত করে। স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়েছে।